ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধায় ৩ ইউএনও`র মোবাইল হ্যাক

প্রকাশিত : ১০:৪০, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধা জেলায় তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বার হ্যাকারের কবলে।

জানা যায়, গাইবান্ধার সদর, সাদুল্যাপুর, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর হ্যাক করেছে হ্যাকার চক্র।

সোমবার (৮ জুলাই) সোমবার দুপুর থেকে এসব নম্বরগুলো ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে চক্রটি।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ওই তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বললে কেউ ওই প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি