ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে ৩টি স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত : ০৮:২৮, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ০৮:৫৬, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিনটি স্বর্ণের বারসহ (১ কেজি ১৬৯ গ্রাম) নাজমুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

মঙ্গলবার বিকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মটর সাইকেলও জব্দ করা হয়। আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন স্বর্ণ পাচারকারী ভারতে স্বর্ণ পাচার করবে। এমন সংবাদে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী বটতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করে। পরে তাকে তল্লাশি করে প্যান্টের পকেটে লুকায়িত রাখা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।     

           


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি