ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

নবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ২১:২৪, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জের সোনাহাজরা গ্রামে থেকে শুক্রবার সকালে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হতাশার কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাকিল ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পরিবারের সদস্যরা শুক্রবার সকালে প্রতিবেশীর বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। শাকিলকে বারবার যাওয়ার জন্য বললেও সে যেতে রাজি হননি। পরিবারের লোকজন কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শাকিলকে  ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুর রাশিদ বলেন,শাকিল দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন।এছাড়া সে ইউরোপে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা ভালো ভিসা না পাওয়ায় তারা তাকে প্রবাসে পাঠাতে পারেনি। হতাশার কারনেই সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি