ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বরশিতে ধরা পড়ল বিশলাকৃতির বোয়াল

প্রকাশিত : ১৩:১৮, ১৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বর্ষা মাস, তাই যমুনা এখন ভরা যৌবনের রুপ নিয়েছে। বর্তমানে খরস্রোতা হলেও নদীতে ভরে গেছে নানা ধরণ ও জাতের মাছে। জেলেদের জালে ধরা পড়ছে ভেউশ, আইড়, বাঘা আইড়, বোয়াল, রিঠা, কাজুলি, বাইম, পুটি, কাতল, পিয়ালিসহ আরও বিভিন্ন প্রজাতির মাছ।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মাছের আড়তে গিয়ে দেখা মেলে এসব রাজকীয় মাছের।

শনিবার ভোরে এখানে চালুহারা চরের জেলে আলমগীর হোসেনের বরশিতে ধরা পরে বিশলাকৃতির এক বোয়াল মাছ। ১৪ কেজি ওজনের সাড়ে ৪ ফুট লম্বা বিশাল এই মাছটি জহুরুল ইসলামের মাছের আড়তে নিয়ে আসা হলে মাছটি দেখতে আসেন উৎসুক শত-শত মানুষ।

পরে উন্মুক্ত ডাকে ১ হাজার ১০০ টাকা কেজি ধরে ১৫ হাজার ৪শ টাকায় মাছটি বিক্রয় করেন আলমগীর।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি