ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে বজ্রপাতে পিতা পুত্র নিহত

প্রকাশিত : ১৮:২৭, ১৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার জেলার টাঙ্গুয়ার হাওর লাগোয়া ঘাড়কিত্বা হাওরে মাছ শিকারের সময়ে আকস্মিক বর্ষণের সাথে বজ্রাঘাতে তাদের মৃত হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল মিয়া (৪৭) তার শিশু পুত্র তারা মিয়া (১২)।

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে ঘরে খাবার না থাকায় মাছ ধরে বিক্রির আশায় শনিবার ভোরে উপজেলার মানিকখিলা গ্রামের হারিদুল তার শিশুসন্তান তারা মিয়াকে সঙ্গে নিয়ে ছোট নৌকা যোগে টাঙ্গুয়ার হাওর লাগোয়া ঘাড়কিত্বা হাওরে মাছ ধরতে যান।

সকাল নয়টার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে পিতা-পুত্র দুইজনই আহত হন। খবর পেয়ে পরিবার ও গ্রামের লোকজন তাদেরকে হাওর থেকে উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি