ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

গণবিরোধী কোন দলকে দেশের দায়িত্বভার দেবে না জনগণ: নিপুণ রায়

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ২২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশবিরোধী কিংবা মব সৃষ্টিকারী, গণবিরোধী রাজনৈতিক কোন দলকে দেশের দায়িত্বভার জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

আজ বৃহস্পডিবার ঢাকা-১৯ সাভার আসনে বিকেলে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভোটারদের উদ্দেশ্যে নিপুণ রায় বলেন, অবশ্যই ভোট বিবেচনার ক্ষেত্রে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ব‍্যক্তি যিনি বিগত দিনে দেশ পরিচালনা করেছেন ও নেতৃত্ব দিয়েছেন সে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার ও কল‍্যাণ বিষয়ক সম্পাদক ও এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু, খোরশেদ আলমসহ অন‍্যান‍্য নেতাকর্মীরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি