ঢাকা, বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬

নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই, আমাদের দল প্রস্তুত: বুলবুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ২২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে নিজেদের অবস্থানে অটল থাকবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার অনুরোধ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রত্যাখান করার একদিন পর এমন মন্তব্য করেন বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা এখনও লড়াই করছি। আমাদের একমাত্র দাবি বিশ্বকাপ খেলা, তবে ভারতে নয়। আমরা শ্রীলংকা বা অন্য কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। আমাদের দল প্রস্তুত আছে।’

বিসিবি সভাপতি বলেন, ভারতের মাটিতে কেন খেলা সম্ভব নয় সেই ব্যাখা দিয়ে আজ আইসিসির সাথে যোগাযোগ করা হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু ভারতে নয়, কারণ সেখানকার নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হয়নি। আমরা আজ আইসিসিকে আমাদের অবস্থান বোঝানোর চেষ্টা করব।’

বুলবুল আরও জানান, বাংলাদেশ যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে তাহলে আইসিসি অনেক দর্শক হারাবে।

তিনি বলেন, ‘আমরা আমাদের ক্রিকেট নিয়ে গর্বিত, কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমাদের সন্দেহ আছে। যখন ক্রিকেটের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল, তখন আমরা বিশ্বাস করেছিলাম যে আইসিসি এমন সিদ্ধান্ত নেবে না, যাতে ২০ কোটি মানুষ খেলা দেখতে না পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম, আইসিসি আমাদের অনুরোধ গ্রহণ করছে এবং আমাদের শ্রীলংকায় খেলার সুযোগ দিয়েছে। কিন্তু তা হয়নি। উল্টো আমাদের আল্টিমেটাম দিয়েছে। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করব।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি