ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত : ০৮:৩৮, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১১:২৩, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

রোববার বিকাল ও সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত আরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম রাবি (৫৪) ও শার্শা উপজেলার পাঁচ ভুলট গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল্লাহ (২৩)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর বিওপি’র একটি টহল দল রাবেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। তার ঘরের মেঝে খুড়ে মাটির নিচে গর্ত করে রাখা ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। অপর অভিযানে পাঁচ ভুলট বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার অভয়বাস নামক স্থান হতে ৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আব্দুল্লাহকে আটক করে। এছাড়া দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল বেনাপোল পোর্ট থানার পুটখালি বালুরমাঠ এলাকার মাঠ থেকে ৬৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। মাদকদ্রব্যসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি