ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ যুবক

প্রকাশিত : ১১:৫৪, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে গিয়ে আটক ১৪ বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় বহির্গমন পুলিশ।

রোববার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ বহির্গমন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  হস্তান্তরকৃতরা দুই থেকে আড়াই বছর ভারতের কেন্দ্রীয় কারাগারে কারাদণ্ড ভোগ করেন। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ি ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।

বেনাপোল চেকপোস্ট বহির্গমন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর আগে অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের তামিলনাড়ু শহরে যান। সেখান থেকে তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ। তাদেরকে নিজ নিজ বাড়িতে ফিরতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি