ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কুমিল্লায় উপজেলা পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

প্রকাশিত : ১৩:৪১, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:০১, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যেগে শিক্ষার্থীসহ অন্যান্য পেশাজীবীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।  

এতে ১১৯ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ২লাখ ৪৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়াও ৭ জন অসহায়ের মাঝে জন্য ৪২ হাজার চিকিৎসা সাহার্য্যসহ ২ লাখ ৮৭ হাজার টাকার অপ্রত্যাশিত খাতের আর্থিক অনুদান দেওয়া হয়।

রাজগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জন ব্যবসায়ী ও রানীর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ জন ব্যবসায়ীকে ২ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানসহ দরিদ্র মৎস্যজীবি পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার সহ উপজেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি