ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কুমিল্লায় এজলাসে খুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ২৩:৩০, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় এজলাস কক্ষে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামি মো. ফারুক নিহত হওয়ায় ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে। আর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও মাহবুব মোর্শেদকে (ডিআইও-১) এ কমিটির সদস্য করা হয়েছে। কুমিল্লার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারকের এজলাসে শুনানি চলাকালে এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি নিহত হন। 

এ ঘটনায় ঘাতক মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে। ফারুক ও হাসান আপন মামাতো ফুফাতো ভাই। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। তবে কীভাবে হাসানের কাছে ছুরি এসেছে তা জানা সম্ভব হয়নি। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি