ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

খুলনার ছয় আসনে বর্ণিল প্রচারণায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২৮ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বর্ণিল প্রচার-প্রচারণা শুরু হয়েছে খুলনায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন লিফলেট বিতরণে। 

আজ বুধবার দুপুরে খুলনা মহানগরে শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেছেন তরুণীরা। 

ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুজ্জামান আরিফের উদ্যোগে তারা বর্ণিল পোশাকে প্রচারণায় নামেন।

অন্যদিকে, গতকাল জামায়াতের আমীর খুলনা সফরের পর থেকে চাঙ্গা হয়ে উঠেছে দলটির কর্মী-সমার্থকরা। প্রচার-প্রচারণায় গতি বেড়েছে তাদের।

খুলনার ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। পরস্পর বিরোধী অভিযোগও করছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি