ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কুড়িগ্রামে প্রতিবন্ধীসহ ৫ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০০:১০, ১৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও পুকুরের পানিতে ডুবে মারা গেছে অপর এক শিশু। সোমবার জেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।  

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরির্দশক বাবুল কুমার জানান, সোমবার বন্যার পানিতে ৩ শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য কর্মীরা। এরা হলো- চিলমারী ইউনিয়নের ঢুষমারা থানার গাছবাড়ী এলাকার মাইদুলের ১৮ মাসের কন্যা মনি খাতুন। সে খেলতে খেলতে পানিতে পড়ে মারা যায়। 
অস্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী পুত্র হাসানুল হক চৌকি থেকে পানিতে পড়ে মারা যায় এবং রানীগঞ্জ থানার চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০) পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারীগ্রামে বাড়ির পিছনে খেলতে গিয়ে হাবিবুল্লাহ (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের কৃষক মাহবুরের পুত্র। হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামের লোকমানের কন্যা আলো খাতুন (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি