ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বরিশালে মাহেন্দ্র ও ছোট পিক আপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর রূপাতলী এলাকায় রেডিও সেন্টারের সামনের এ দূর্ঘটনায় মা ও শিশু সহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝালকাঠী থেকে একটি মাহেন্দ্র গাড়িতে ৬ জন যাত্রী বরিশাল অভিমূখে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ রুপাতলির রেডিও সেন্টারের সামনে এলে মাহেন্দ্রে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের যাত্রী ফরিদ ঘটনাস্থলে মারা যান। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডের তাজকাঠী গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে। সংঘর্ষে আহতদের বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল’এ (শেবাচিমে) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যানবাহন দুটি আটক করা গেলেও চালকদের আটক করা যায়নি।

বরিশাল কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি