ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

পাখিভ্যান কেড়ে নিলো মাদরাসা ছাত্রীর প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২০ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৪৫, ২০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'পাখিভ্যান'র চাকায় ওড়না পেঁচিয়ে আলেয়া খাতুন (১২) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তালসারি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মাদরাসা ছাত্রী পার্শ্ববর্তী চন্দ্রবাস গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বিকালে মাদরাসা ছুটি হলে ব্যাটারীচালিত পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলো আলেয়া। পথে তালসারি এলাকায় পৌঁছলে ভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এসময় রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি