ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে ছেলের বটির কোপে বাবা খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৬, ২২ জুলাই ২০১৯ | আপডেট: ১১:১৭, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক ছেলের বটির কোপে খুন হয়েছেন বাবা। সোমবার ভোরে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দূর্গাবাড়ী এলাকায় এঘটনা ঘটে। 

নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে জাহিদ হাসানকে (২৭) আটক করেছে শ্রনগর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, শাহেদ আলী প্রতিদিনের মতো ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে ব্যস্ত স্ত্রীকে ছেলের ঔষুধের কথা মনে করিয়ে দিয়ে উঠোনে নামেন তিনি। এ সময় জাহিদ বটি দিয়ে বাবার গলায় কোঁপ বসান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহেদ আলীর। 

জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানান। শাহেদ আলীর তিন সন্তানের মধ্যে এক মাত্র ছেলে জাহিদ। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘জাহিদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’ 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি