ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাব উদ্ধারে কাজ করছে ডুবুরিরা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজে তুরাগ নদীতে প্রাইভেট কার পড়ে যাওয়ার ১৩ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। প্রাইভেট কার উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ।

ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত ৮টার দিকে সাভার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হলুদ রঙের একটি প্রাইভেট কার ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কার উদ্ধারে রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাইভেট কারটি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে, প্রাইভেট কারে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিএডি আনোয়ারুল হক জানান, প্রাইভেটকার উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি