ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রাজবাড়ীতে মেয়েদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগীতায় মাজবাড়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

সোমবার দিনব্যাপী বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-১৯ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ  প্রতিযোগিতায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, জামালপুর বালিকা বিদ্যালয়, বারুগ্রাম উচ্চ বিদ্যালয়, বহরপুর উচ্চ বিদ্যালয়, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়, বাওনারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। এতে মাজবাড়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাওনারা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন। 

চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং ৭টি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

আই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি