ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কলারোয়ায় এক পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্তের জের ধরে এক কৃষক পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামে এ ঘটনা ঘটে ।

জানা গেছে,উপজেলার শাকদহ গ্রামের নিরহ কৃষক আ.সবুর খানের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ জিন্নাত খানের সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার সকাল ৯টার দিকে জিন্নাত খান, মহাসিন খান, ইমুন খান, পারুল খাতুনসহ ১০-১২ জন দলবেধে তাদের বাড়ীতে এসে গালাগাল  শুরু করে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে আ.সবুর খান,তহমেনা খাতুন, রাব্বি খান ও সাঈদ খানকে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা কলারোয়া হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এনএম/কেআই                                                 

                                                                                                               


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি