ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ধামরাইয়ে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ধামরাইয়ে ঢুলিভিটা ও মাওনা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)।

মঙ্গলবার সকাল থেকে সারাদিনব্যাপী এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী।

অভিযানে প্রায় শতাধিক দোকান ও বাসাবাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। জানা গেছে, ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ঢুলিভিটা বাসস্ট্যান্ড হতে মাওনা, ফুলবাড়ি হয়ে ঢাকা টাংগাইল মহাসড়কের সংলগ্ন ডাবল লাইনের প্রায় ২৫ কি.মি. একটি আঞ্চলিক সড়কের উন্নয়নের কাজ চলছে। এ সড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ কালবাটসহ বড় ও মাঝারি ধরনের ব্রিজ তৈরি হবে।

উক্ত আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযানে সড়ক নিরাপদ রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সওজের সঙ্গে সহযোগিতায় ছিল থানা পুলিশসহ নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার কর্মীরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অনেকের ক্ষতি হয়েছে। তবে সরকারের ধারিবাহিকতার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি।    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি