ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

আহত সাইদুর রহমান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত্যু নুর ইসলামের ছেলে।

মঙ্গলবার ভোরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে সে আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আহত সাইদুরসহ কয়েকজন রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময়  রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার উপর গুলি চালায়। এতে গুলি তার হাতে ও পিঠে লাগে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা গুলিতে আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন মনিরুল ইসলাম ও ১১ জুলাই ইসরাফিল নামে দুই গরুর রাখালকে বেনাপোলের পুটখালি সীমান্তে গুলি করে আহত করে বিএিসএফ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি