ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সেই মাদ্রাসাছাত্রের মাথা কাটা লাশ সম্পর্কে যা বলল পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হুসাইন  নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার  সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আবির আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। স্থানীয়রা পদ্মা সেতুর ‘মাথা কাটা’ ও ‘ছেলেধরা’ গুজবের সঙ্গে এর যোগসূত্রতা রয়েছে বলে ধারণা করা করছেন। 

কিন্তু পুলিশ বলছে অন্য কথা। এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, ময়নাতদন্তে বলাৎকারের প্রমাণ পাওয়া গেছে। খুনি এ বিকৃত কাণ্ডটি ঘটানোর পর ভীত ও আতঙ্কিত হয়ে আবিরকে হত্যা করে বলে ধারণা করছি। পরে পদ্মা সেতুর গুজব কাজে লাগাতে মাথা কেটে ঘটনা ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করেছে খুনি।

মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর মাদ্রাসার কক্ষে ফেরেনি। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে মাদ্রাসার নিকটবর্তী ইটভাটার পাশে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। ইতিমধ্যে মাদ্রাসার ৭১ জন ছাত্রকে তাদের অভিভাবকরা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, নিহত ছাত্র আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে। মাস ছয়েক আগে কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবির হোসেন ভর্তি হয়। এখানকার এতিমখানায় থাকত সে

এনএম


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি