ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হিলিতে ‘ছেলেধরা’ গুজব ঠেকাতে সভা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০০:১২, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:১৭, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

নির্মানাধীন পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে ‘ছেলেধরার’ নামে গনপিটুনিতে এখন পর্যন্ত অনেক মানুষকে মারা হয়েছে। এমন অপরাধ রুখতে দিনাজপুরের হিলিতে সচতেনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে এ জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। 

ছেলে ধরা গুজব ছড়িয়ে যেন আর কোন অপরাধ সংঘঠিত না হয় এ জন্য সভায় সকলের প্রতি আহবান জানানো হয়। কাউকে সন্দেহ হলে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং জাতীয় কল সেন্টারে (৯৯৯) ফোন করে পুলিশের সহযোগীতা নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। গনপিটুনি একটি ফৌজদারি অপরাধ এবং এ বিষয়ে সকলকে সতর্ক হতে সভায় আবহান জানানো হয়। 

সভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আজাদ আলী, মেজবাহ আহম্মেদ ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি