ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা  

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৭, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

'বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি' এই প্রতিপাদ্যকে স্লোগানকে সামনে রেখে বাঘের আবাস রক্ষা ও বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের পাদদেশে মুন্সীগঞ্জ’ বন বিভাগের টহল ফাঁড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. রফিক উদ্দিন, ষ্টেশন অফিসার(এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
 
বক্তারা এসময় বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি।তারা আরও জানান,সর্বশেষ তথ্য অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি