সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশিত : ২০:০৫, ২৯ জুলাই ২০১৯

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।এসময় আসামী বিজন মন্ডল(৪৭)কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন আদালত।আসামী বিজনের পক্ষের অ্যাডভোকেট মিজানুর রহমান পিণ্টু মৃত্যুদণ্ডের আদেশের কথা নিশ্চিত করেন।বিজন মন্ডল আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৬ সালে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের মেয়ে কঙ্কাবতী মন্ডলের সঙ্গে একই উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে বিজন মন্ডলের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর এক প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে বিজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে কঙ্কাবতী প্রতিবাদ করলে প্রায়ই তার সঙ্গে বিবাদ করতেন বিজন।
এর জের ধরে ২০১৭ সালের ১০ জুন রাতে স্ত্রীর মুখমন্ডল ও নাকে লাঠি দিয়ে আঘাত করেন বিজন। এতে কঙ্কাবতি অজ্ঞান হলে তাকে শ্বাসসরোধ করে হত্যা করেন বিজন।এরপর কঙ্কাবতীর মৃতদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে আম গাছে ঝুলিয়ে আত্মহত্যার কথা প্রচার করেন তিনি।
খবর পেয়ে পরদিন ১১ জুন কঙ্কাবতির মৃতদেহ উদ্ধার করেন বিজনের শ্বশুর অনিল কৃষ্ণ মন্ডল। পরে জিজ্ঞাসাবাদে স্থানীয়দের সামনে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে বিজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ১১ জুন রাতেই নিহতের বাবা অনিল কৃষ্ণ মন্ডল বাদি হয়ে জামাতা বিজন কুমার মন্ডলসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএস/কেআই
আরও পড়ুন