ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ৩০ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:১৪, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরমান (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। 

সোমবার  (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান মালিয়ারা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ। 

তিনি বলেন, ১৯ জুলাই আরমান একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

তারেক আজিজ আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই সে নিজ এলাকায় অবস্থান করছে। পরে সোমবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করতে র‌্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে আরমানের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ৯টি খালি খোসা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি