ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এবার ডেঙ্গুতে আক্রান্ত রাসিকের প্রধান প্রকৌশলী 

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৭, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হকের শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএফএম আঞ্জুমান আরা বেগম। 

তিনি জানান, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক দাপ্তরিক কাজের জন্য ঘন ঘন রাজশাহী-ঢাকা যাতায়াত করছিলেন। এরইমধ্যে হঠাৎ তিনি সর্দি-কাশি ও জ্বর অনুভব করেন। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

বৃহস্পতিবার রাতে পরীক্ষার প্রতিবেদনে আশরাফুল হকের শরীরে ডেঙ্গুর উপস্থিতি মিলেছে। এটি ডেঙ্গু সংক্রামনের প্রাথমিক স্তর বলে জানিয়েছন এই চিকিৎসক।

ডা: আঞ্জুমান বলেন, রাসিকের প্রধান প্রকৌশলী রাজশাহীতে না ঢাকায় আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি নিজ বাসায় চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। 

রাসিক মেয়রের একান্ত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু বলেন, বৃহস্পতিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৌশলী আশরাফুল হককে বাসায় দেখতে যান  রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ফোন করে প্রধান প্রকৌশলীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তিনি এখন সুস্থ্য আছেন বলে জানান টিটু।

আই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি