ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

স্কুল ছাত্রীকে ইভটিজিং করে ফাঁসল যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৩, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যশোরে ইভটিজিং-এর অপরাধে ইমানুর রহমান রিপন (২৯) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে যশোরের বাগআঁচড়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমি জেরিন কান্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড দেন। 

দন্ডপ্রাপ্ত রিপন উপজেলার পশ্চিম কোটা গ্রামের আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমি জেরিন কান্তা জানান, বৃহষ্পতিবার বিকালে বাগআঁচড়া বাজারে বালিকা বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার সময় এলাকার লোকজন রিপনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় শার্শা থানার এসআই মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। 

এদিকে বখাটে যুবক রিপনকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মামুনুর রশিদ। 

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি