ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বানভাসি মানুষরাও আনন্দের সঙ্গে ঈদ করবে

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৫, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:৫৬, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন,‘পবিত্র ঈদুল আযহায় বানভাসি মানুষরাও আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালন করতে পারবে।এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ শুক্রবার দুপুরে সাভারে নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  
মন্ত্রী আরও বলেন,‘বানভাসি মানুষরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ভিজিএফ প্রকল্পের মাধ্যমে চাল সরবরাহ করা হয়েছে।এছাড়া আমি প্রতিটি জেলায় গিয়ে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে বানভাসি মানুষের মাঝে বিতরণের জন্য তাদেরকে ১০ থেকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছি।এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২টি মন্ত্রণালয় নিয়ে বৈঠক করেছি। দেশের ২৮টি বন্যা কবলিত জেলা পরিদর্শন করে যেখানে যতটুকু ত্রাণ প্রয়োজন সে অনুযায়ী আগাম ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছি।’ 

ত্রাণ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে এনামুর রহমান বলেন,‘বন্যা কবলিত দুর্গম এলাকায় জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে প্রত্যেকটি এলাকায় ত্রাণ পৌছে দিয়েছি।এছাড়া বিভিন্ন এনজিওসহ সর্বস্তরের সাধারণ মানুষও বানভাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। ত্রাণ পাননি এমন কোন লোক নেই এবং কোথাও কোন স্বজনপ্রীতির বিষয় আমার নজরে পড়েনি।’

সাভারের বাইপাইলে এলাহি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমূখ। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি