ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

টেকনাফে দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজার টেকনাফের পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা ডাকাতের স্ত্রী ও ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ডাকাত হাকিমের স্ত্রী রুবি আক্তার (৪০) ও ভাই কবির আহমদ (৩২)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে টেকনাফের নাইট্যং পাহাড়ের গহীন এলাকায় দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ দুইটি উদ্ধার করে। ডাকাত দলের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, শীর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের বিরুদ্ধে নয়াপাড়া শরণার্থী শিবিরের আনসার ক্যাম্প লুটসহ ডাকাতি, অপহরণ, হত্যা, মাদকপাচার ও মানবপাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগের জন্য তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুই ডজনেরও বেশী মামলা রয়েছে। তিনি নাইট্যং পাহাড়ের গহীন এলাকায় আস্তানা গড়ে তুলে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছেন। 

২০ বছর আগে চিহ্নিত ডাকাত আব্দুল হাকিমের পরিবার মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। পরে তিনি নানা অপরাধে জড়িয়ে পড়লে পরিবারসহ টেকনাফ উপজেলার নাইট্যং পাহাড়ের গহীন এলাকায় আস্তানা গড়ে তুলে বসবাস করে আসছিলেন। 

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি