ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব হোসেন ফরাজী (৫০) উপজেলার চর কেওতা গ্রামের মৃত আ. জলিলের এবং পাঁচ সন্তানের জনক বলে জানা যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাকরাইল এলাকার অ্যাডভোকেট আব্দুল আলিমের মেহগনি গাছ ক্রয় করে মাহাবুব ফরাজী গাছের উপরে উঠে ডালপালা কাটতে ছিলো এমতাবস্থায় পা পিছলে গিয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাদা জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি