ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩১, ৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট ইমরান চৌধুরী,মনসুর আলী, শামিম হোসেন,আশরাফ হোসেন, জেলা আদিবসাী ছাত্র পরিষদের সভাপতি বিষু রাশ মুরমু প্রমূখ।

এছাড়া আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অপর এক আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম,জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি অমল টুডু,সাধারণ সম্পাদক বকুল চন্দ্র বর্মন প্রমুখ। 
আলোচনা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি