ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গঙ্গাচড়ায় নারী নির্যাতন, আটক ২ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বিয়ে ভেঙে দেয়ার  অপবাদ দিয়ে রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে তার চুল কেটে, জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। তাকে গুরতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ । 
 এাস দেড়েক আগে, মনিকা বেগমের দেবরের মেয়ের বিয়ে হয় রংপুরের পাগলাপীর এলাকায়। কিছুদিনের মধ্যেই পারিবারিক বিরোধের কারণে সে বিয়ে ভেঙে যায়। এ ঘটনায় মনিকার ইন্ধন রয়েছে এমন দাবি করে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয় । এরই জের ধরে গত বুধবার দেবর আব্দুল মতিন, তার স্ত্রী, মেয়ে এবং ভাইসহ পরিবারের লোকজন মনিকাকে ঘর থেকে বের করে মারধর করে। পরে তাকে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরায়। 
এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে এলাকাবাসী। 
পুলিশ জানায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার।  
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি