ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

১০ বছর ধরে শেখ হাসিনার নামে কোরবানি দেন জাবেদ আলী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গত ১০ বছর ধরে পশু কোরবানি দিচ্ছেন জাবেদ আলী নামে টাঙ্গাইলের এক মুক্তিযোদ্ধা। এবারও ঈদুল আজহায় বঙ্গবন্ধু কন্যার নামে কোরবানি দিবেন তিনি। সে উদ্দেশ্যে ৬৩ হাজার টাকা দিয়ে একটি গরুও কিনেছেন এই বৃদ্ধ। 

জানা গেছে, মুক্তিযোদ্ধা জাবেদ আলীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামে। এ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার তিনি। সাংসারিক জীবনে এই মুক্তিযোদ্ধা সাত সন্তানের জনক।

জাবেদ আলী আজ শনিবার স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের বলেন, ১৯৬২ সালে তিনি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হন। পরবর্তীতে ১৯৭১ সালে শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক স্বপরিবারে নিহত হলে অনেক লোভ লালসার মধ্যেও মুজিব আদর্শ ত্যাগ করেননি তিনি। এজন্য এলাকায় তাকে বহুবার নির্যাতনেরও শিকার হতে হয়েছে বলে জানান জাবেদ আলী।

এই মুক্তিযোদ্ধা আরও জানান, ১/১১ এর সময় শেখ হাসিনাকে যখন গ্রেফতার করা হয়, তখন মহান আল্লাহর কাছে তার মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। মোনাজাত করে বলেছিলেন, মুজিব কন্যা যদি মুক্ত হয়ে দেশের শাসনভার গ্রহণ করতে পারেন তাহলে প্রতি বছর ঈদুল আজহায় তার নামে পশু কোরবানি দিবেন তিনি।

সেই থেকে গত ১০ বছর যাবত প্রতি ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়ে আসছেন জাবেদ আলী। সেই ধারাবাহিকতায় এ বছরও ঈদুল আজহায় শেখ হাসিনার নামে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু কিনেছেন এই বৃদ্ধ। যার দাম ৬৩ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি