ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাগেরহাটে কারাবন্দীদের নতুন কাপড় বিতরণ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কোরবানি উপলক্ষে বাগেরহাটে কারাবন্দীদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তর। শনিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে কারাবন্দী কিশোর, নারী ও মায়েদের সাথে আসা শিশুদের নতুন পোশাক তুলে দেন। 

 এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, প্রবেশন অফিসার সোহেল পারভেজ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেল সুপার গোলাম দস্তগীর, জেলার এসএম মহিউদ্দিন হায়দার প্রমুখ।
এ অনুষ্ঠানে বাগেরহাটের জেলা কারাগারের ২৯ জন নারী, ১৪ জন কিশোর ও নারী বন্দীদের সাথে থাকা চার শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়। ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে বন্দীরা অনেক খুশি।

পরে জেল কর্তৃপক্ষের আয়োজনে বন্দীদেরকে নিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা। সভা শেষে ডেঙ্গু জ্বরের লক্ষণ, চিকুনগুনিয়া রোগের লক্ষণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসা, মশা ধ্বংস করতে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয় কারাবন্দীদের মাঝে।
এনএম/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি