ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

শেবাচিমে ৩১৪ ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:০৭, ১১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। এদের অনেকের স্থান হয়েছে মেডিসিন ওয়ার্ডগুলোর মেঝেতে, কারোর ঠাই হয়েছে বারান্দায়।

রোববার হাসপাতালটিতে ৩১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চি‌কিৎসাধীন এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য় ৮০ জন। আজ ডেঙ্গু রোগীদের জন্য ১০০ বেডের একটি স্বতন্ত্র ওয়ার্ড খোলা হয়েছে।

গত মাসের ১৬ তারিখ থেকে এ পর্যন্ত ৭৮৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩১৪ জন রোগী মধ্যে ৭৯ জন নারী, ১৭৮ জন পুরুষ ও ৫৭ শিশু রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হওয়া ৮০ জনের মধ্যে ৪৭ জন পুরুষ, ২১ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ১০৬ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি