ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে চাল সংগ্রহে  ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। মিল মালিকদের অভিযোগ, টাকা না দিয়ে সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারছেন না তারা। অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, একটি মহলের অন্যায় আবদার রক্ষা না করায় এমন অভিযোগ। আর জেলাপ্রশাসক বলেছেন তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। 
শৈলকুপা উপজেলার ভাটই বাজারের দেশ আটো মিলের মালিক টিপু সুলতান। চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে ৬৫০ টন চাল  সরবরাহ আদেশ পেয়েছেন।  খাদ্য গুদামে চাল দিতে হয়েছে ঘুষের টাকা গুনে। 
অভিযোগ অস্বীকার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বলেছেন, একটি মহলের অন্যায় আবদার রাখা হয়নি বলেই এমন অপপ্রচার।
জেলা প্রশাসক জানালেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চলতি মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১৫ হাজার ৯২৭ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়। গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি