ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

হিলিতে ২ আসামী গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে ৩ বছরের কারাদণ্ড প্রাপ্ত এক আসামীসহ এজহারভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে হিলি সীমান্তের দক্ষিনবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণবাসুদেবপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে আব্দুল গনি (৪৫), একই এলাকার মৃত আত্তাব মিয়ার ছেলে রানা মিয়া (৩২)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল হিলি সীমান্তের দক্ষিনবাসুদেবপুর এলাকায় অভিযান চালায়। এসময় তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। সম্প্রতি এ দুই আসামীই ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি এসেছিলেন। গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি