ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

যমুনায় গোসল করতে নেমে গার্মেন্ট কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ১৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:২৮, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদে যমুনায় গোসল করতে নেমে এক গার্মেন্ট কর্মী নিখোঁজ হয়েছে। নিখোঁজ রাজু আহমেদ (২৫) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব শান্তি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। 

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, রাজু আহমেদের নানা শ্বশুর চৌহালীর উমরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন হঠাৎ করে মারা গেলে গত শুক্রবার জানাজায় অংশ নেবার জন্য রংপুর থেকে সলিমাবাদ আসেন তিনি।
শনিবার দুপুরে সাঁতার না জানা রাজুর  স্বজনদের সাথে পাশের যমুনা নদীতে গোসল করতে নামে সে। পরে সে নদীতে তলিয়ে যায় রাজু । খবর পেয়ে পুলিশের সহযোগীতায় স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে ধারনা করা হচ্ছে রাজু যমুনায় ডুবে গিয়েছে। 

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি