ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জীবননগরে ৭ জুয়াড়ি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ১৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:২৫, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জুয়ার বোর্ড থেকে নগদ টাকাসহ সাত জুয়াড়িকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।শনিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোয়ালপাড়া গ্রামের ইকার আলীর ছেলে আল আমিন(২৮),মফিদুল মালিথার ছেলে ইব্রাহীম(৩৫), ফকির চাঁদের ছেলে কামাল হোসেন(৩৭), খোরশেদের ছেলে ইসমাইল(৩৫), আতিয়ার বিশ্বাসের ছেলে মজনু(৩০), রহমবারীর ছেলে সাইফুল(৩০)ও পুটে মিয়ার ছেলে রিপন(২৫)। 

জীবননগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোয়াল পাড়ায় অভিযান চালায়।এসময় গোয়ালপড়া গ্রামের ফরজ হোসেনের পরিত্যক্ত রান্না ঘরের জুয়ার বোর্ড থেকে সাতজনকে আটক করা হয়। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ গনি মিয়া জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি