ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বাস চাঁপায় প্রাণ গেল গ্রুপ ফোরস কর্মীর

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ২৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর অদূরবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় বাস চাপায় মঞ্জরুল ইসলাম নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) গণকবাড়ী এলাকায় একটি বাস তাকে চাঁপা দিলে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত মঞ্জরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকার বাসিন্দা এবং তিনি গ্রুপ ফোরস নামের সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, শনিবার সকালে পায়ে হেঁটে মহাসড়ক ধরে কর্মস্থলে যাচ্ছিলেন নিরাপত্তাকর্মী মঞ্জুরুল। ডিইপিজেডের সামনে পৌঁছলে উত্তরবঙ্গগামী দ্রুত গতির একটি বাস তাকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জরুলের মৃত্যু হয়। 

এ ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি