ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বাউফলে ডোবায় যুবকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৬ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:০৯, ২৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলের এক ডোবা থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬আগস্ট) বাউফলের আতষখালী গ্রামে গৌরাঙ্গ দাসের বাড়ি সংলগ্ন কালবার্টের পাশের ডোবায় ওই লাশ উদ্ধার করা হয়।

বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সোমবার সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ওই যুবকটি অপ্রকৃতিস্থ ছিল। এখনো পরিচয় মেলেনি ওই যুবকের।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি