ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ২৬ আগস্ট ২০১৯ | আপডেট: ২১:৩৫, ২৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুর রহমান (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

জানা গেছে, অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে। আর ছাত্রীটি চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা। সে কবিরহাট সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী।

মামলার এজাহারে ছাত্রীটি উল্লেখ করেন, তার সঙ্গে প্রবাসী সাইফুর রহমানের গত সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সাইফুর দেশে ফেরার পর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। গত ২৩ আগস্ট শুক্রবার বিকেলে তারা একসঙ্গে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে সাইফুর তাকে নিজ বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ছাদে নিয়ে যায়। এরপর বিয়ের প্রলোভন দিয়ে রাতভর তাকে একাধিকবার ধর্ষণ করে সাইফুর। শনিবার ভোরে তাকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় সাইফুর। 

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি