ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

মিন্নির জামিনে যা বললেন তার পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তবে আদালত তাকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে নির্দেশ দিয়েছেন। ফলে এখন থেকে ১৯ বছর বয়সী ওই তরুণী তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকবেন।

তবে মিন্নির জামিনে রায় শুনার পর অনেক খুশি হয়েছে তার পরিবার। এদিকে জনমনে প্রতিক্রিয়া মিশ্র। মিন্নির পক্ষের আইনজীবীরা বলছেন, মঙ্গলবার নাগাদ মিন্নি কারাগার থেকে মুক্ত হতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় হাইকোর্ট শর্ত সাপেক্ষে মিন্নির জামিন আবেদন মঞ্জুর করার খবরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উভয়ের পরিবারের সদস্যরা।

মিন্নির জামিনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন মিন্নির মা জিনাত জাহান মিলি। তিনি বলেন, আমার মেয়ে রিফাত হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। তারপর যা ঘটেছে সবাই জানেন। স্বামীকে বাঁচাতে মিন্নি নিজের জীবন বিপন্ন করে; আজ আমাদের পুরষ্কার মামলার আসামি। যাইহোক, মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা আছে, আমরা ন্যায় বিচার পাব।

মিন্নির চাচা আবু সালেহ বলেন, আমরা কখনো হতাশ হইনি, কারণ আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। মিন্নিকে নিয়ে পুলিশের ভূমিকায় তিনি হতাশা ব্যক্ত করে বলেন, পুলিশের কারণেই এখন মামলাটি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে। এখনো ন্যায় বিচার আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মহামান্য হাইকোর্টের আজকের রায়ে আমরা আশা রাখি ন্যায়বিচার পাবো।

এদিকে মিন্নির জামিনের খবরে সন্তোষ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন বরগুনার সচেতন মহল। সচেতন নাগরিকগণ মনে করছেন, এ রায় নারী বিদ্বেষী মনোভাবাপন্ন সমাজের জন্য দৃষ্টান্ত স্বরূপ। বরগুনা জেলা সচেতন নাগরিক কমিটি-সনাকের সহ-সভাপতি মনির হোসেন কামাল বলেন, মিন্নি রাষ্ট্রের কাছে যে আইনগত সুবিধার দাবিদার, এটা তারই প্রতিফলন। আদালত আইন মোতাবেক মিন্নিকে জামিন দিয়েছে, যাতে ন্যায় বিচার বিঘ্নিত না হয় সে ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনাও দিয়েছেন।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি