বখাটের উৎপাত সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত : ১৮:১৫, ৩১ আগস্ট ২০১৯

পিরোজপুরে ভাণ্ডারিয়া উপজেলায় বখাটের উৎপাত সইতে না পেরে রুকাইয়া আক্তার রূপা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ করেছে তার পরিবার।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে রূপা বিষাক্ত ওষুধ সেবন করে অচেতন হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত রুকাইয়া রুপা (১৫) উপজেলার ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে পৌর শহরের হোটেল ব্যবসায়ী মো. রুহুল মুন্সির মেয়ে।
নিহতের বাবা রুহুল মুন্সীর অভিযোগ, ভাণ্ডারিয়া গ্রামের মঞ্জু খানের বখাটে ছেলে তামিম খান (১৯) গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে রুপাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় বখাটে তামিম আমার মেয়ের একটি ছবি ফটোশপে অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে দেয়।
শুক্রবার বিকালে এক সহপাঠীর সঙ্গে প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে তার পথ আটকে দাঁড়িয়ে অশ্লীল এডিট করা ছবিটি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তামিম। এরপর বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। রুপার মা বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বাবাকে অবহিত করেন। বিষয়টি জানাজানির পর রুপা আত্মহত্যা করেন।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ওই স্কুলছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত বখাটে ঘটনার পর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
কেআই/
আরও পড়ুন