সাভারে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশিত : ১৮:২৬, ৩১ আগস্ট ২০১৯

সাভারে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার মজিদপুর মহল্লার ভোলানাথের মালিকানাধীন জমিতে একটি পরিত্যক্ত টিনশেড কক্ষ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানান, জমির মালিক ভোলানাথ গত কয়েক মাস আগে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার এবং মালামাল রাখার জন্য একটি টিনশেড কক্ষ নির্মাণ করেন। পাইলিংয়ের কাজ শেষে শ্রমিকরা চলে যাবার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শনিবার দুপুরের দিকে স্থানীয়রা ওই পরিত্যক্ত কক্ষে সিমেন্টের বস্তাচাপা অবস্থায় ওই অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অথবা মাদক সেবক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া নিহতের মরদেহটি দেখে মনে হচ্ছে পাঁচ-সাতদিন আগে ওই পরিত্যক্ত কক্ষে যুবককে হত্যার পর তাকে সিমেন্টের বস্তাচাপা দিয়ে রেখে গিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
কেআই/
আরও পড়ুন