ব্রিজের বিম ও অ্যাঙ্গেলে ইউনিয়ন পরিষদের বেড়া নির্মাণ
প্রকাশিত : ১৯:৫৯, ৩১ আগস্ট ২০১৯

ব্রিজের বিম ও অ্যাঙ্গেলে নির্মাণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের গেট চারপাশের বেড়া। এমন অভিযোগ পটুয়াখালী বাউফলের ধুলিয়া ইউপির চেয়োরম্যান আনিচুর রহমান রবের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, উপজেলা প্রকৌশলীর নিজ দায়িত্বে রেখে কিংবা উপজেলা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পুলের পুরানো বিম ও এ্যাঙ্গেল জনস্বার্থে পুল পূন:নির্মাণসহ জরুরী ব্যাবহারের নিয়ম রয়েছে। কিন্তু ওই নিয়মের তোয়াক্কা না করে পুলের পুরানো বিম ও অ্যাঙ্গেলে নিজ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে গেইট ও চারপাশে বেড়া নির্মাণ করেছেন চেয়ারম্যান আনিচুর রহমান রব। আর এতে অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন স্কুল শিক্ষক বলেন, ‘বিম ও এ্যাঙ্গেলগুলো ব্যাবহার করে পরিষদের বেড়া ও গেট নির্মাণ না করে গ্রামের অনেক পুল বা সাকো নির্মাণ করা হলে সাধারণ মানুষের অনেক বেশি উপকারে আসতো। উপজেলার বিভিন্ন এলাকায় অনেক পুল কিংবা সাকো সংস্কারের অভাবে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।’
এ ব্যাপারে চেয়ারম্যান আনিচুর রহমান রব বলেন, ‘আমি একজন ঠিকাদার। বিভিন্ন ব্রিজের কাজ করেছি। উদ্বৃত্ত বিম ও অ্যাঙ্গেল দিয়ে এগুলো নির্মাণ করেছি। কোন পুরানো পুলের বিম বা অ্যাঙ্গেল আমি ব্যবহার করিনি।’
বাউফল এলজিইডির প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদের সভায় রেজুউলেশন হয়েছে কিনা কিংবা বিম ও অ্যাঙ্গেলগুলো তিনি কিভাবে পেলেন তা জানা নেই।’
আরও পড়ুন