খুনি মোশতাকের সম্পদ বাজেয়াপ্তের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশিত : ২১:১৪, ৩১ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খুনি মোশতাকের সকল সম্পদ বাজোয়াপ্তের দাবিতে কুমিল্লায় তার প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন করেছে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী কুমিল্লা উত্তরবাসি।
শনিবার সকালে জেলার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের শহীদনগর ট্রমা সেন্টারের সামনে মুক্তিযুদ্ধেও চেতনালালনকারী কুমিল্লা উত্তরবাসির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তখন খুনি মোশতাকের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের বাঁধা দেয়।
এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেছা জেবু, ইউপি চেয়ারম্যন মাসুদ আলম, ছাত্রলীগ সভাপতিসহ দাউদকান্দি ও মেঘনার আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।
কোন রকমের বিশৃঙ্খলা এড়াতে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
কেআই/
আরও পড়ুন