ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সাভারে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৫:২৫, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খাদিজা বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের স্ত্রী।

শনিবার দিবাগত রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করান স্বজনেরা।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৬ আগস্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসা করান। এসময় মেডিকেল পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়লেও শারীরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে শনিবার বিকালে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনাম মেডিকেল হাসপাতালের নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিও) ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি