ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফজর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে উপজেলার সালুটিকরের মিত্রিমহল গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ফজর আলীর বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। সে ২০ মামলার আসামি ছিলেন বলে জনিয়েছে র‌্যাব।

র‍্যাব-৯ জানিয়েছে, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রামে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় তারা। ওই সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে নিহত হন ফজর আলী। তবে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি